ঘাটাইলে শিক্ষকের উপর হামলায় সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার


টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যানের সোহরাব আলী ও তার দুই ছেলে মোঃ নিরব, মোঃ ইমরান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আরিফুল ইসলাম রিপন (৩৬) পাওনা টাকা চাইতে গেলে তার উপর হামলার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার ৮ (জানুয়ারী ) রাতে এ ঘটনায় রাতেই পুলিশ সাবেক চেয়ারম্যানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছে। বৃহস্পতিবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করেন ।
শিক্ষক আরিফুল ইসলাম ও পুলিশ জানায়, ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেনের কাছে পাকুটিয়া বাসষ্ট্যান্ডে পাওনা টাকা চাইতে গেলে কয়েকজনে অতর্কিতে হামলা করে আরিফুল ইসলাম রিপনকে আহত করেছে। এ খবরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলার নেতৃবৃন্দের থানা পুলিশের সহযোগিতা কামনা করে। ঘটনার এক ঘন্টার মধ্যে ঘাটাইল থানা পুলিশ সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছে।
এ ব্যাপারে ঘাটাইল থানা পুলিশের উপ-পরিদশর্ক (এস. আই) মোঃ কামাল হোসেন জানায় আমরা শিক্ষককে মারধরের ঘটনায় আসামীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছি।