টাঙ্গাইলে শিশু ও দুস্থদের মাঝে এমপি’র শীতবস্ত্র ও কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৭ পিএম, বুধবার, ৮ জানুয়ারী ২০২০ | ৯৬৮

টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নে অসহায় শিশু ও দুস্থদের মাঝে শীত বন্ত্র ও কম্বল বিতরণ করেছেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন ।

বুধবার ৮ জানুয়ারি দুপুরে কাকুয়া ইউনিয়ন পরিষদের মাঠে “দুস্থ মানবতার সেবায়” এই শ্লোগান কে সামনে রেখে ঢাকা গুলশান নিকেতন সোসাইটির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবন্ত্র ও কম্বল বিতরণ করা হয়।

এসময় কাকুয়া ইউনিয়নের কয়েক গ্রামের প্রায় এক হাজার দুইশত অসহায় শিশু এবং এক হাজার একশত অসহায় নারী ও পুরুষের মাঝে শীত বন্ত্র ও কম্বল বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য।

এসময় আরোও উপস্থিত ছিলেন গুলশান নিকেতন সোসাইটি সভাপতি ইঞ্জিনিয়ার হাবিব আহসান, গুলশান নিকেতন সোসাইটির পরিবেশ ও পরিচ্ছন্ন সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ, টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হর্যরত আলী, টাঙ্গাইল রাইফেল ক্লাবের নবনির্বাচিত কার্যকরী সদস্য কাজী শফিকুল মওলা দোয়েল, ,কাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোহাম্মদ আলী জিন্নাহ্, আওয়ামীলীগ নেতা আব্দুল আলিম, কাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুস সাত্তার আজাদ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বিপ্লব, প্রমুখ।