মাভাবিপ্রবিতে কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ গঠন

মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩২ পিএম, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০ | ৪৯১

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের কমিটি গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশন, তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতি এবং চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সমন্বয়ে গত ০৫ জানুয়ারী ২০২০ তারিখ অনুষ্ঠিত এক জরুরী সভার মাধ্যমে কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশন মো: মফিজুল ইসলাম মজনুকে আহবায়ক ও সাধারন সম্পাদক মো: সাদৎ-আল হারুনকে সদস্য, চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি মো: আক্কাস আলীকে সদস্য, তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো: জাহিদুল ইসলামকে সদস্য, চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো: আমিনুর ইসলামকে সদস্য এবং তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি মির্জা রানাকে সদস্য সচিব করা হয়েছে।

নবগঠিত কমিটির আহবায়ক মো: মফিজুল ইসলাম মজনু বলেন, কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণের স্বার্থ সংশ্লিষ্ট যৌক্তিক দাবীসমূহ আদায়সহ কর্মকর্তা- কর্মচারীগণের মান মর্যাদা রক্ষার্থে কাজ করে যাবে।