বাসাইলে ‘লার্ন মোর বাংলাদেশ’ নামে গণগ্রন্থাগার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৯ পিএম, শনিবার, ৪ জানুয়ারী ২০২০ | ৩৭২

টাঙ্গাইলের বাসাইেল ‘লার্ন মোর বাংলাদেশ’ নামে শিক্ষা সেবা ও গণগ্রন্থাগার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার ( ৩ জানুয়ারি) বাসাইল কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন খান বাড়ি ৪৪১-এ গণগ্রন্থাগারটি উদ্বোধন করা হয়। মানুষের মাঝে বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে পাঠাভ্যাস বৃদ্ধি ও শিক্ষার আলো পৌঁছে দিতে সজীবুর রহমান খান গণগ্রন্থাগারটি স্থাপন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আইনজীবী সমিতির সভাপতি ও লার্ন মোর বাংলাদেশ-এর উপদেষ্টা অ্যাডভোকেট রফিকুল ইসলাম খান আলো। এছাড়াও এন.আর.বি গ্লোবাল ব্যাংকের ফাস্ট এ্যাসি. ভাইস প্রেসিডেন্ট ও গণগ্রন্থাগারের আজীবন সদস্য মোহাম্মদ জাকারিয়া, গ্রন্থাগারের নির্বাহী সদস্য মশিউর রহমান খান শাহীনসহ শিক্ষক, ব্যবসায়ী, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ‘লার্ন মোর বাংলাদেশ’ ২০১৮ সালের ২৫ শে ফেব্রুয়ারি প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষামূলক প্রশিক্ষণ ও গণগ্রন্থাগার প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম করে যাচ্ছে।