নাগরপুরে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:০৯ পিএম, শনিবার, ৪ জানুয়ারী ২০২০ | ৩৬৩

টাঙ্গাইলের নাগরপুর হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহত্তর ময়মনসিংহ কর্মজীবী সমিতি ঢাকা কর্তৃক শনিবার সকালে উপজেলার ভারড়া ইউনিয়নের শাহাজানী এম এম করিম উচ্চ বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃহত্তর ময়মনসিংহ কর্মজীবী সমিতির প্রধান উপদেষ্ঠা, প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের সাবেক সচিব মো. হুমায়ুন খালিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষের সদস্য ও যুগ্ন-সচিব মো. রেজাউল করিম, নাগরপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর, ইঞ্জিনিয়র মো. নাছির উদ্দিন, ভারড়া ইউপি চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন তালুকদার , মনিরুল বারি তালুকদার, মো. আবুল কাসেম মিয়া, আইয়ুব তালুকদার প্রমুখ।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।