টাঙ্গাইলে বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর, আহত মা


টাঙ্গাইলে বাসচাপায় ফাহিম নামে এক কিশোর নিহত হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে সদর উপজেলার তারাকান্দায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই কিশোরের মা মোছা. সুমি। নিহত ফাহিম সদর উপজেলার কলেজপাড়া এলাকার আল মামুনের ছেলে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের এসআই নবীন জানান, ওই কিশোরের মা হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক।