কুবিতে ক্লাস শুরু পহেলা জানুয়ারীতে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে অাগামীকাল (বুধবার) থেকে।
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশ^বিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হবে পহেলা জানুয়ারি থেকে। তবে বিভাগ ভিত্তিক আসন খালি থাকা সাপেক্ষে ভর্তি কার্যক্রম চলবে।
উল্লেখ্য, গত ৮ ও ৯ নভেম্বর ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগে সর্বমোট ১০৪০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। নতুন শিক্ষার্থীদের এ ব্যাচটি বিশ্ববিদ্যালয়ের ১৪তম ব্যাচ।
