ঘাটাইলে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার


টাঙ্গাইলে ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের বগার বাজার গ্রামের জঙ্গল থেকে আজ বিকালে এক নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত যুবকের নাম হাবিবুল্লাহ(২৭)।তিনি মুলবাড়ি গ্রামের আবু জাফর স্বপনের ছেলে।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায় গত ৪দিন আগে দেওজানা খামারবাজার তার নিজস্ব প্রতিষ্ঠান কাপড়ের দোকান থেকে নিখোঁজ হন ।অনেক খোজাখুজির পরেও তার সন্ধান পাওয়া যাচ্ছিলনা ।
সোমবার বিকালে বগারবাজার জঙ্গলে এক রাখাল গরু চড়াতে গেলে লাশ দেখতে পায় । এ খবর শুনে গ্রামবাসী পুলিশ কে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ।
এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ(ওসি তদন্ত) মোঃ সাইফুল ইসলাম ঘটনা সত্যতা স্বীকার করে জানায়, লাশের এক চোখ উপড়ানো ও ঘাড়ের পিছনে আঘাতের চিহ্ন রয়েছে ।লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।