নদীর তীর থেকে নবজাতক উদ্ধার

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৫:০১ পিএম, শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯ | ৪৫৬

নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিহারকোল এলাকায় নদীর তীর থেকে এক জীবিত নবজাতককে উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে কান্নার শব্দ পেয়ে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর থেকে উৎসুক জনতা নবজাতকটি দেখার জন্য ভিড় করলেও ওই নবজাতকের স্বজনের হদিস পাওয়া যায়নি।

বাগাতিপাড়া থানা সূত্রে জানা যায়, স্থানীয় কয়েকজন যুবক বড়াল নদীর তীরে ঘুরতে গিয়ে কান্নার শব্দ পেয়ে কাছে গিয়ে নবজাতকটি দেখতে পান। পরে থানায় জানানো হলে পুলিশ জীবিত নবজাতককে উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নবজাতকটি সুস্খ রয়েছে বলে জানিয়েছেন।

এব্যাপারে থানার ওসি আব্দুল মতিন বলেন, হাসপাতালে একজন নার্স নবজাতকটিকে দেখভাল করছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।