বাসাইলে ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
টাঙ্গাইলের বাসাইলে দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বাসাইল প্রেসক্লাবে কেক কেটে ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দৈনিক ইত্তেফাকের বাসাইল সংবাদদাতা ও বাসাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ আশিকুর রহমান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের টাঙ্গাইল প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, সাব-রেজিস্টার শাহজাহান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাখাওয়াত হোসেন, রুপালী ব্যাংক বাসাইল শাখার ব্যাবস্থাপক শরিফুল ইসলাম, বাসাইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এমকে ভূইয়া সোহেল, বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি এনায়েত করিম বিজয়সহ বাসাইল প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।
