নুরের ওপর হামলার ঘটনায় মামুন,তুর্য রিমান্ডে

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৩:২৬ পিএম, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯ | ৬২৫

ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদকসহ তিনজনের তিন দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল হকের আদালত এ আদেশ দেন।

এর আগে তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদার আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিন করে রিমান্ড আবেদন করেন।

যাদের রিমান্ড মঞ্জুর করা হয়েছে তারা হলেন- মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান শান্ত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তুর্য।

প্রসঙ্গত, রোববার দুপুরে ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে ভিপি নুরসহ তার সহযোগীদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। এতে মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশ নেন বলে আহতরা দাবি করেন।

ওই ঘটনায় শাহবাগ থানাধীন নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ রইচ হোসেন মামলা দায়ের করেন।