মধুপুরে শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়া সংঘের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মধুপুর (টাঙ্গাইল)প্র তিনিধি
প্রকাশিত: ০৩:১৪ পিএম, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯ | ৪১৮

টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নে গতকাল শুক্রবার ২০ডিসেম্বর আউশনারা উচ্চ বিদ্যালয় ও আউশনারা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১২টি শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এ পরীক্ষায় মধুপুর গড়াঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্লে শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ৭৫০ জন শিক্ষার্থী এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

আউশনারা শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়া সংঘের সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক রুবেল, সাধারণ সম্পাদক মোঃ আল আমিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অবিভাবক ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।