বিজয়ের মাসে কালিহাতীতে জাতীয় পতাকা বিক্রির ধুম


বাঙালী জীবনের স্মৃতিগাঁথা মহান বিজয়ের মাস ডিসেম্বর। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর এ মাসেই স্বাধীন হয় বাংলাদেশ। আর একদিন পরেই মহান বিজয় দিবস ।
যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনের লক্ষ্যে শহর থেকে শুরু করে গ্রামাঞ্চল পর্যন্ত সরকারি-আধাসরকারি, বিভিন্ন সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। আর এই বিজয়ের মাসে টাঙ্গাইলের কালিহাতীতে শুরু হয়েছে লাল-সবুজের জাতীয় পতাকা বিক্রির ধুম।
কয়েক ফুট উঁচু বাঁশের উপর থেকে নিচ পর্যন্ত বিভিন্ন সাইজের পতাকায় সাজিয়ে উপজেলার বিভিন্ন রাস্তায় রাস্তায় বিক্রি করছে ৮ থেকে ১০ জন হকার। বিজয় দিবসকে সামনে রেখে পতাকা কিনছেন অনেকেই। সারাবছর অন্য পেশায় জীবিকা নির্বাহ করলেও ডিসেম্বর, ফেব্রুয়ারি ও মার্চ মাসে অনেকেই পতাকা বিক্রি করে জীবন ধারণ করেন। বিশেষ করে এই মাসগুলোতেই পতাকা বিক্রি বেশি হয়।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে কালিহাতী বাসস্ট্যান্ডে কথা হয় পতাকা বিক্রেতা রাসেলের সাথে। তিনি জানান, সারাবছর তিনি রাজমিস্ত্রির কাজ করলেও ডিসেম্বর মাসে পতাকা বিক্রি করেন। তার নিজ গ্রাম মাদারীপুর জেলার শিবচর থানার বাগমারা গ্রাম থেকে ঢাকা গিয়ে পতাকা কিনে নিয়ে কালিহাতীতে বিক্রি করছেন এ জাতীয় পতাকাগুলো।
১০ টাকা থেকে শুরু করে ১০০ টাকা দামের পতাকা রয়েছে তার কাছে । এই পতাকা বিক্রি করে প্রতিদিন ১ হাজার থেকে ২ হাজার টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন রাসেল। বিজয় দিবস যতই ঘনিয়ে আসছে ততই পতাকা বিক্রি বাড়ছে বলেও জানান তিনি।
অফিস-আদালত ও বিভিন্ন প্রতিষ্ঠানে বিজয় দিবসে পতপত করে উড়বে এ লাল-সবুজের পতাকা।