ধনবাড়ীতে ভূমিহীন সমিতির ২১ তম সম্মেলন অনুষ্ঠিত

মধুপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
প্রকাশিত: ০৩:২৬ পিএম, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯ | ৪৬১

মহান মুক্তিযোদ্ধের চেতনায় নারী পুরুষের সমতাভিক্তিক,অসম্প্রদায়িক, শোষণমুক্ত সমাজ গড়তে টাঙ্গাইলের ধনবাড়ীতে ভূমিহীন সমিতির ২১ তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যেদিয়ে সম্মেলনের কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ভূমিহীন সমিতি ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি কছিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল, বিশেষ অথিতির বক্তব্য রাখেন- নিজেরা করি কেন্দ্রীয় কমিটির টিম সংগঠক রেজানুর রহমান রোজ, নিজেরা করি সমিতির অঞ্চল সম্বয়ক আমজাদ হোসেন, ভূমিহীন সমিতি ধনবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক শামছুর হক, সাংবাদিক এসএম শহীদ, ধনবাড়ী প্রেসক্লাব সম্পাদক আনছার আলী, নাসরিন সুলতানা,মানবাধিকার কর্মী শহিদুল্লাহ, শক্তি, আবুল কালাম , শেফালী সহ অন্যানরা।

এসময় উপস্থিত ছিলেন ধনবাড়ী পৌর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক রাজীব ভদ্র অপু,মাইটিভির সাংবাদিক হাফিজুর রহমান সহ ধনবাড়ী উপজেলার সকল ভূমিহীন সমিতির সকল সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঞ্চ নাটক অনুষ্ঠিত হয়।