গোপালপুরে বর্ণাঢ্য র‌্যালি মধ্যদিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩৬ পিএম, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯ | ৬০৩
"সত্য মিথ্যা যাচাই আগে ইন্টারনেট শেয়ার পরে এই স্লোগানে" টাঙ্গাইলের গোপালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ১২ ডিসেম্বর সকালে, ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯ এর উপলক্ষে বর্ণাঢ্য রেলি বের হয়। রেলিটি উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
 
উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস এর সভাপতিত্বে, রেলিটিতে অংশ নেয় উপজেলা সহকারি (ভূমি) মো.গোলাম মাছুম রেজা প্রধান, থানা (ওসি তদন্ত) অফিসার মো. কাইয়ুম খান সিদ্দিকী, উপজেলা যুব উন্নয়ন অফিসার ইসমাইল হোসেন, আলমনগর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, উপজেলা বিভিন্ন দপ্তরে কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রী বৃন্দ।