নাটোরে গণমাধ্যেম কর্মীদের সাথে ইট প্রস্তুতকারী মালিক সমিতির মতবিনিমিয়
নাটোরে গণমাধ্যেম কর্মীদের সাথে জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা ইট প্রস্তুতের ক্ষেত্রে পরিবেশগত আইনি জটিলতা সহ বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে বলেন, ইট প্রস্তুত না হলে দেশের উন্নয়ন কর্মকান্ডে ব্যাঘাত ঘটবে।
উন্নয়নের জন্য ইটের প্রয়োজনীয়তা অস্বীকারের উপায় নেই। তাই এ সম্পর্কিত নীতিমালাগুলির কিছু পরিবর্তন করে বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের সহানুভুতি কামনা করেন তারা। সেই সাথে বক্তারা বলেন আবাদী জমি নষ্ট না করে নদী ও হাজা-মজা খাল সংস্কারের মাটি ইটের ভাটায় ব্যবহারের অনুমতি দিলে সরকারের নদী ও কাল সংস্কারের কাজ ত্বরান্বিত হবে।
নাটোর ইট প্রস্তুতকারী মালিক সমিতির উপদেষ্টা সুলতান মুন্সীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপদেষ্টা গোলাম সারোয়ার, সহ-সভাপতি আব্দুর রশিদ প্রাং, সাধারন সম্পাদক মীজানুর রহমান মিল্টন, সদস্য ওমর আলী প্রধান ও আনিছুর রহমান।
এছাড়ারাও গণমাধ্যেম কর্মীদের মধ্যে বক্তব্য রাখেন, নাটোর জেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ মাহফুজ আলম মুনী, নাটোর প্রেস ক্লাবের সভাপতি জালাল উদ্দিন, ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি নবীউর রহমান পিপলু, রেজাউল করীম রেজা, অ্যাডভোকেট মুক্তার হোসেন, আব্দুল হালীম খান ও নাজমুল হোসেন।
