গোপালপুরে রোকেয়া দিবস উপলক্ষে জয়িতাদের সম্বর্ধনা

মো.নূর আলম গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ০২:১১ পিএম, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯ | ৩৮৬

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে, ১০ ডিসেম্বর সকালে, উপজেলা হলরুমে।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকিয়া দিবস উপলক্ষে, জয়িতা অন্বেষনে বাংলাদেশ শীষর্ক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা, এবং ৮ জন জয়িতা নারীদের সংবর্ধনা দেয়া হয়।

উপজেলা সহকারী ভূমি মো.গোলাম রেজা মাসুদ প্রধান এর সভাপতিত্বে, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল, যুব উন্নয়ন অফিসার ইসমাইল হোসেন, মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের জয়িতা নারী এবং নারী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।