মির্জাপুরে বিয়ে করতে এসে বরের জরিমানা


টাঙ্গাইলের মির্জাপুরে নবম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করতে আসা বর জাহিদ হাসানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
শুক্রবার রাতে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বরাটি গ্রামে বরের এই জরিমানা আদায়ের ঘটনা ঘটে।
বর জাহিদ হাসানের বাড়ি উপজেলার লতিফপুর ইউনিয়নের টাকিয়া কদমা গ্রামে। তার বাবার নাম লোকমান হোসেন।
জানা গেছে, শুক্রবার বরাটি গ্রামের ওই ছাত্রীর বিয়ের আয়োজন চলতে থাকে। এলাকাবাসীর দ্বারা খবরপেয়ে সন্ধায় বিয়ে বাড়িতে হাজির হন উপজেলা সহকারী কমিশনার (ভুমি ) ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মঈনুল হব। এসময় তার সঙ্গে ছিলেন ভাতগ্রাম ইউপি চেয়াম্যান মো. আজাহুল ইসলাম।
ছাত্রীর বয়স ১৮ না হওয়ায় ভ্রাম্যমান আদালতের বিচারক বিয়ে ভেঙ্গে দিয়ে বর জাহিদ হাষানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ও বাল্য বিয়ে দেয়া এবং না করার শর্তে উভয় পক্ষের মুচলেকা নেন।