ইসলামী বিশ্ববিদ্যালয় টেকনিক্যাল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত


টাঙ্গাইল পৌরসভায় ঐতিহ্যবাহী ইসলামী বিশ্ববিদ্যালয় টেকনিক্যাল কলেজ, সন্তোষ এর একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩০ নভেম্বর শনিবার সকালে ইসলামী বিশ্ববিদ্যালয় টেকনিক্যাল কলেজের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন।
জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম এর সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন,জেলা শিক্ষা অফিসার লায়লা খানম,টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ প্রমুখ।
এতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ইসলামী বিশ্ববিদ্যালয় টেকনিক্যাল কলেজে অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন । বিকেলে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় ইসলামী বিশ্ববিদ্যালয় টেকনিক্যাল কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অবিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।