নাটোরে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১৪ পিএম, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯ | ৫০০

নাটোর সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারের কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা মিলনায়তনে দুই হাজার ১৯০ জন নির্বাচিত কৃষকদের হাতে প্রণোদনার সার ও বীজ তুলে দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর সদর-নলডাঙ্গা আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য শিমুল বলেন, জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে কৃষি-বান্ধব বর্তমান সরকার কৃষির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষি উপকরণ ও প্রদর্শনী খামার স্থাপন, কৃষকদের মাঝে উন্নত প্রযুক্তি সরবরাহ ও প্রশিক্ষণ প্রদান, ন্যায্য মূল্যে সারের অবাধ প্রবাহ নিশ্চিত করা, উন্নত বীজ সরবরাহ, সেচে ভর্তুকি প্রদান ইত্যাদি উদ্যোগের ফলে খাদ্য ঘাটতির দেশ থেকে বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।

পাশাপাশি আমরা এখন খাদ্য রপ্তানীকারক দেশ। কৃষিই দেশের অর্থনীতির প্রাণ। তাই কৃষি ও কৃষকের ্উন্নয়নে সরকার বদ্ধ পরিকর বলে প্রধান অতিথি উল্লেখ করেন। নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গির আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক সুব্রত কুমার সরকার, নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক শামসুল ইসলাম প্রমুখ।

নাটোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদুল ইসলাম বলেন, রবি মৌসুমের সরিষা, গম, ভুট্টা, পেঁয়াজ ও মুগ ডাল উৎপাদনে দুই হাজার ১৯০ জন নির্বাচিত কৃষকের প্রত্যেকের এক বিঘা জমি চাষাবাদের জন্যে প্রায় ৩০ লাখ টাকা মূল্যমানের প্রয়োজনীয় বীজ এবং ডিএপি ও এমওপি সার বিতরণ করা হলো। পরবর্ত্তীতে গ্রীষ্মকালীন মুগ ডাল ও তিল বীজ এবং প্রয়োজনীয় সার বিতরণ করা হবে।