হাইকোর্টের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের হাতাহাতি

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯ | ৩৭৩

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে হাইকোর্টের সামনে অবস্থান নিয়েছে বিএনপির মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা।

এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ডা এবং হাইকোর্টের সামনে ভাঙচুর করা হয়। ফলে নিরাপত্তার কারণে হাইকোর্টে প্রবেশের সব দরজা বন্ধ রাখা হয়।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে হঠাৎ করে উচ্চ আদালতের প্রধান ফটকে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা। হাইকোর্ট স্পর্শকাতর স্থান হওয়া পুলিশ বিএনপি নেতাকর্মীদের সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ জানায়। এক পর্যায়ে পুলিশের কথা না মানলে পুলিশ অ্যাকশনে যায়। পুলিশের কয়েকটি টিম এসে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

মুহুর্মুহু স্লোগান আর ঝটিকা মিছিল চলাকালে দুপুর ২টার দিকে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।

যদিও বিএনপি কর্মীদের এ হঠাৎ অবস্থানে দলটির কোনো শীর্ষ নেতাকে দেখা যায়নি।