ব্যাটসম্যানরা ভয় পেয়েছে: পাপন

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৬:১৩ পিএম, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯ | ৫১৫

ইডেন গার্ডেন্সে অনুষ্ঠেয়ও কলকাতা টেস্টে ব্যাটসম্যানরা সাহসী ছিল না, তারা ভয় পেয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) বিকেলে কলকাতা থেকে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি একথা বলেছেন।

বিসিবি প্রধানকে পাকিস্তান সফরে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এখন পর্যন্ত পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক।  তবে, পর্যবেক্ষক দলের রিপোর্টের পর এ সফরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ দলেরও পাকিস্তান সফর করার কথা। সেখানে গিয়ে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে।