ফায়ার সার্ভিস-সিভিল ডিফেন্সকে প্রধানমন্ত্রীর উপহার প্রদান

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১১:৩০ এএম, রোববার, ২৪ নভেম্বর ২০১৯ | ৪৪০

অগ্নি দুর্ঘটনায় উদ্ধার কাজে ব্যবহারের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরকে ৩ টি ফায়ার সেইফটি জাম্বো কুশন বা বিশেষ আকৃতির অগ্নি নিরাপত্তা বালিশ হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৪ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী এসব বিশেষ সরঞ্জাম হস্তান্তর করেন। জার্মানি থেকে আমদানি করা বিশেষ আকৃতির অগ্নিনিরাপত্তা বালিশ ৭ থেকে ৮ তলা ভবনে অগ্নিদুর্ঘটনায় উদ্ধারকাজে ব্যবহার করা যাবে। 

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।