ঘাটাইলে বিশ্ব শিশু দিবস পালিত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:০৪ পিএম, বুধবার, ২০ নভেম্বর ২০১৯ | ৬৭৪

আর্ন্তজাতিক সাহায্যকারী স্বেচ্ছাসেবী সংস্থা গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির  উদ্যোগে  বিশ্ব শিশু দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (২০ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে র‌্যালী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানাজার মো.জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে আলোচনা সভায়  প্রধান অতিথি  ছিলেন,১নং দেউলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম খান।

বিশেষ অতিথি ছিলেন,ইউপি মেম্বার হাজী মো.চান মিয়া,গুডনেইবারস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.সেলিম হোসেন,সহকারী শিক্ষক মো. মোশারফ হোসেন প্রমুখ সহ শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী বৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন ঘাটাইল সিডিপির প্রোগ্রাম অফিসার বিপ্লব কুমার বর্মন।

এর আগে গুডনেইবারস বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয় র‌্যালীটি শালীয়াজানী  বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।