মির্জাপুরে লবণ নিয়ে হুরোহুরি


লবণ নিয়ে হুরোহুরি লেগে গেছে টাঙ্গাইলের মির্জাপুরের বিভিন্ন বাজারে। দাম বৃদ্ধি পাচ্ছে এই গুজবে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়ছে বিভিন্ন বাজারের লবণের দোকান গুলিতে।
সোমবার রাতে হঠাত করে মির্জাপুর বাজারে লবণ কিনতে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়ে। প্রত্যেক ক্রেতাই তাদের চাহিদার তুলনায় কয়েকগুণ বেশি লবণ কিনতে থাকলে ব্যবসায়ীদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে যায়।
মঙ্গলবার সকালে মির্জাপুর সদরের কাঁচা বাজারে গিয়ে দেখা গেছে রবণের দোকানে ক্রেতাদের উপচেপড়া ভীড়। কোন কোন দোকানে লবণ কিনতে ক্রেতাদের দীর্ঘ লাইনও দেখা যায়। প্রত্যক ক্রেতাই ৫ থেকে ২০ কেজি পর্যন্ত লবণ কিনছে।
পুষ্টকামুরী গ্রামের করম আলী বলেন তার স্ত্রী বেশি করে লবণ নিতে বলেছে। লবণের দাম নাকি বাড়ছে। তাই তিনি বেশি করে লবণ কিনছেন বলে জানান।
বাজারের ব্যবসায়ী যতীন বলেন সোমবার খোলা লবণ ২০ টাকা কেজি বিক্রি করেছি, আজ মঙ্গলবারও ২০ টাকা দরেই বিক্রি করছি। লবনের দাম বৃদ্ধি পায়নি তবু ক্রেতারা হুমড়ি খেয়ে পড়ছে বরে তিনি জানান।
ডিএমসি লবণের বিক্রয় প্রতিনিধি মাধব বলেন তাদের কোম্পনির লবনের দাম আগের মতই আছে। সকালে মির্জাপুর বাজারে এসে লবণ কিনতে ক্রেতাদের উপচেপড়া ভীড় দেখে তিনি অবাক হয়েছেন বলে জানান।
মির্জাপুর বাজারের ব্যবসায়ী লিয়াকত, মনজু মিয়া, মোসলেম, মহব্বত বলেন লবণের দাম বাড়েনি তবু মানুষ এত লবণ কিনছে বলে তারা অবাক হয়েছেন। বাজারে পর্যাপ্ত লবণ আছে। ক্রেতারা এভাবে হুমড়ি খেয়ে লবণ কিনলে সঙ্কট হতে পারে বলে তারা জানান।