কালিহাতীতে ইউপি সচিবদের বিদায় অনুষ্ঠান

কালিহাতী প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১৮ পিএম, রোববার, ৬ আগস্ট ২০১৭ | ৫৫০

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারী সমিতি (বাপসা) কালিহাতী শাখার উদ্যোগে গত শনিবার দুপুর ১২টায় ইউপি সচিবদের বিদায় অনুষ্ঠান কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভা হলরুমে অনুষ্ঠিত হয়।

এসময় বদলীকৃত ইউপি সচিব এমএ কদ্দুছ, (পারখী), মো: সাকের হোসেন, (দুর্গাপুর) মো: আব্দুল হালিম, (সল­া), নৃপেন কুমার দাস (দূর্গাপুর), মো: আনিসুর রহমান (পাইকড়া), নূর মোহাম্মদ (গোহালিয়াবাড়ী), উম্মে আতিয়া তিথী (কোকডহরা) ইউনিয়ন পরিষদ কালিহাতী বৃন্দের বিদায় উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে ইউপি সচিব মো: আব্দুর রাজ্জাকের সভাপতিত্ব বক্তব্য রাখেন, ইউপি সচিব কাজী সোহরাব হোসেন, ডিএম শরিফুল ইসলাম, হযরত আলী, মো: হামিদুর, মো: জিয়া, এসএম শামসুল হক, নুরুল হুদা, জুয়েল হাসান, খোরশেদ আলম, সামছুল হক, আনিছুর, ফজলুল হক, মো: আব্দুস সালাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ইউপি সচিব মো: গোলাম মোস্তফা তালুকদার।