ভুঞাপুরে পেঁয়াজের দোকানে অভিযান


টাঙ্গাইলে ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী বাজারের বিভিন্ন পেঁয়াজের দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১১ ঘটিকায় ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিস্ট্রেট মোছাঃ নাসরিন পারভীন এবং সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট মো. আসলাম হোসাইন যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
এসময় ৫ টি পেঁয়াজের দোকানদারকে ২ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিস্ট্রেট মোছাঃ নাসরিন পারভীন বলেন, পেঁয়াজের দাম বাজার দরের চেয়ে বেশি দামে বিক্রি করার দায়ে ভোক্তা আইনে পাঁচ দোকানদারকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরো জানান, দোকানদাররা বাজার দরের চেয়ে যাতে পেঁয়াজের দাম বেশি না নিতে পারে সেজন্য এ অভিযান অব্যাহত থাকবে।