নাটোরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মুক্তিযোদ্ধা পরিবারকে আর্থিক সহায়তা

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২৬ পিএম, শনিবার, ৯ নভেম্বর ২০১৯ | ৫১৮

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মুক্তিযোদ্ধা পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে নাটোরের জেলা প্রশাসন ও নাটোর পৌরসভা।

শনিবার শহরের ঝাউতলা এলাকায় অবস্থিত মুক্তিযোদ্ধা মরহুম নাসির উদ্দিনের ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করে চার পরিবারের সদস্যদের হাতে নগদ টাকা, টিন, কম্বল ও শুকনা খাবার তুলে দেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ এবং নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি।   

নাটোর ফায়ার সার্ভিস কার্যালয়ের স্টেশন অফিসার শহিদুজ্জামান জানান, শুক্রবার গভীর রাতে মুক্তিযোদ্ধা মরহুম নাসির উদ্দিনের বাড়ি থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়।

মুহূর্তে এই আগুন নাসির উদ্দিনের স্ত্রী আকলিমা বেওয়া,  দুই ছেলে আকরাম হোসেন ও জাহিদুল ইসলাম এবং প্রতিবেশী ফারুক হোসেনের বাড়িতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে তিনটি বাড়ির ৮ টি ঘর, নগদ অর্থ, চাউল, ১টি মোটর সাইকেলসহ ঘরে থাকা মালামাল পুড়ে যায়। এতে তিনটি বাড়ির ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

জেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা মরহুম নাসির উদ্দিনের স্ত্রী আকলিমা বেওয়া,  তাঁর দুই ছেলে আকরাম হোসেন ও জাহিদুল ইসলামের প্রত্যেককে তিন বান্ডিল করে টিন, নয় হাজার করে টাকা এবং প্রতিবেশী ফারুক হোসেনকে ২ বান্ডিল টিন ও ছয় হাজার টাকা প্রদান করা হয়। এছাড়াও প্রত্যেক পরিবারকে তিনটি করে কম্বল ও শুকনা খাবার প্রদান করা হয়। 

একই সাথে নাটোর পৌরসভার পক্ষ থেকে প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে পাঁচ হাজার করে টাকা এবং স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে দুই হাজার করে টাকা প্রদান করা হয়। 

জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি ছাড়াও এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন প্রমুখ।