মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে মঞ্চস্থ হল নাটক ”রাজারবাগ ৭১”

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৮ পিএম, রোববার, ৩ নভেম্বর ২০১৯ | ৫৪২

টাঙ্গাইল জেলার মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণরত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধে পুলিশের ভুমিকা শীর্ষক মঞ্চ নাটক রাজারবাগ ৭১ মঞ্চস্থ করা হয়েছে।

শনিবার সন্ধায় ট্রেনিং সেন্টারর মাল্টিপারপাস শেডে বাংলাদেশ পুলিশ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ নাটকটি মঞ্চস্থ করে।

বাংলাদেশ পুলিশের এডিশনাল আইজি (এইচআরএম) বিশ্বাস আফজাল হোসেন এনডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণরত পুলিশ সদস্য এবং উপস্থিত সুধীজনদের উদ্দেশ্যে বক্তৃতা করেন। পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ডেনট ডিআইজি মো. ময়নুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জিয়াউল হক, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।

নাটকটির মুল বিষয় ছিল ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় রজারবাগ পুলিশের ভুমিকা। ২৫ মার্চ রাতে পশ্চিম পাকিস্তানিরা যে বর্বোরিচিত হামলা চালায় তার প্রথম প্রতিরোধটি করেন রাজারবাগ পুলিশের সদস্যরা। সেই প্রতিরোধ যুদ্ধে পুলিশের অনেক সদস্য শহীদ হন।সেই চিত্রটিই মুলত এই নাটকে ফুটে উঠেছে।

পুলিশ সদস্য শুধু আইন শৃঙ্খলা রক্ষার কাজেই নিয়োজিত থাকেনা। সময়ের প্রয়োজনে তারা জীবনের মায়া ভুলে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ মাতৃকার স্বাধনিতা সংগ্রামে যোগ দিয়ে শহীদ হয়েছেন। পুলিশ সদস্যদের সেই আত্মত্যাগের কথা স্মরণ করে যাতে নতুন যোগদানকারী পুলিশ সদস্যরা উদ্বুদ্দ হতে পারে সেই উদ্দেশ্যেই নাটকটি মঞ্চস্থ করা হয়।

নাটকটির নির্দেশনা গ্রন্থনা পরিচালনা এবং অভিনয়ে ছিলেন বাংলাদেশ পুলিশের সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সদস্যরা।