ধনবাড়ীতে সমবায় দিবস পালন ও আলোচনা সভা

হাফিজুর রহমান
প্রকাশিত: ০৫:১০ পিএম, শনিবার, ২ নভেম্বর ২০১৯ | ৪৪৭

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় এবারও টাঙ্গাইলের ধনবাড়ীতে সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার(২ অক্টোবর) সকাল ১১ টায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে উপজেলা চত্বর থেকে র‌্যালী বের হয়ে ধনবাড়ী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-ধনবাড়ী উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম, ধনবাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শামছুল হুদা, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য মাহমুদা খাতুন এলি সহ অন্যান্য অথিতিরা।

এসময় উপস্থিত ছিলেন আজাদ বকল সহ ধনবাড়ী উপজেলার সকল সমবায়ী সমিতির নেতৃবৃন্দ ও সদস্যগন উপস্থিত ছিলেন।