মিঠাপুকুরে জাতীয় যুব দিবস-২০১৯ পালিত

রুবেল ইসলাম,মিঠাপুকুর
প্রকাশিত: ০১:৫৫ পিএম, শুক্রবার, ১ নভেম্বর ২০১৯ | ৬১০

সারা দেশের ন্যায় "দক্ষ যুব গড়ছে দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের মিঠাপুকুর উপজেলা যুব উন্নয়নের আয়োজনে জাতীয় যুব দিবস-২০১৯ উপলক্ষে যুব রর্‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলায় অনুষ্ঠানের শুরতে যুব রর্‌্যালী উপজেলা পরিষদ চত্তর থেকে শুরুতে হয়ে রংপুর-বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ করে। রর্‌্যালী শেষে বেগম রোকেয়া অডিটোরিয়াম হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকতা আব্দুর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিরাঞ্জন মহন্ত,মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার জেসমিন,আরডিআর বাংলাদেশের এম্পাওয়ার ইয়ূথ ফর ওয়ার্ক প্রজেক্ট এর কো-অর্ডিনেটর দীপক চন্দ্র নাথ, মিঠাপুকুর প্রেস ক্লাব সভাপতি প্রদীপ কুমার গোস্বামী ও উপজেলা  সমবায় কর্মকর্তা মাসুদ রানাসহ প্রমূখ।

আলোচনা সভায় বক্ততারা যুবদের নিয়ে সরকারের নানাবিধ কার্যক্রম এর কথা  তুলে ধরেন।এ সময় যুব  প্রশিক্ষার্থীদের মাঝে সনদ তুলে দেওয়া হয়।