নাগরপুরে জয়যাত্রা টেলিভিশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


টাঙ্গাইলের নাগরপুরে কেক কেটে জয়যাত্রা টেলিভিশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। জয়যাত্রা টেলিভিশনের নাগরপুর উপজেলার প্রতিনিধি আল তুহিন আজাদ শুক্রবার সকালে উপজেলা মিলনায়তনে এ প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করেন।
প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৬ ( নাগরপুর-দেলদুয়ার) আসনের স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটু। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও)সৈয়দ ফয়েজুল ইসলাম , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা ,যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুব আলম প্রমুখ।
এ সময় নাগরপুর উপজেলার টেলিভিশন ও প্রিন্ট মিডিয়া সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।