বেনাপোলে শিক্ষার্থীদের মাঝে সেরা গণিত প্রতিভার সন্ধান

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৫০ পিএম, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯ | ৫২৫

বেনাপোলে শিক্ষার্থীদের মধ্য থেকে সেরা গণিত প্রতিভার সন্ধান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে স্থানীয় বেনাপোল পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে এই কার্যক্রম অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

ডিজিটাল পদ্ধতিতে গণিত পরীক্ষার মাধ্যমে সেরা গণিত প্রতিভার সন্ধান কার্যক্রমের আয়োজন করেছে স্থানীয় শিশু বন্ধু ক্লাব ও আলোকিত বেনাপোল সংগঠন।

প্রতিযোগীতায় মোট ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের সর্ব মোট ১৫০ জন শিক্ষার্থীরা এতে অংশ গ্রহণ করে। পরীক্ষা প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিশু বন্ধু ক্লাবের প্রধান উপদেষ্টা ও বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।

৬ষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুল শিক্ষার্থীদের এই গণিত পরীক্ষায় সেরা ১ম, ২য় এবং ৩য় স্থান অধিকারীদেরকে সেরা গণিত প্রতিভার পুরস্কৃত করা হবে।

প্রতিযোগীয়তায় অংশগ্রহণকারী স্কুলগুলো হচ্ছে- বাহাদুরপুর হাই স্কুল, মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়, বেনাপোল হাই স্কুল, কাগজপুকুর কিন্ডার গার্টেন, রেসিডেন্সিয়াল ইন্সটিটিউট, আইডিয়াল কিন্ডার গার্টেন, বেনাপোল বন্দর কিন্ডার গার্টেন, কাগমারি কিন্ডার গার্টেন, বেনাপোল শিশু একাডেমী, দিশারী কিন্ডার গার্টেন, সানরাইজ পাবলিক স্কুল ও নবদিগন্ত স্কুল।

প্রতিযোগীয়তায় প্রতিটি স্কুল থেকে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদেরকে গণিতের উপর পরীক্ষার মাধ্যমে প্রতি স্কুলের প্রতি শ্রেণি থেকে  তিন জন করে বাছাই করে সেরা গণিত পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি প্রদান করে শিশু বন্ধু ক্লাব ও আলোকিত বেনাপোল।

ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত এই পরীক্ষায় ভিডিও সঞ্চালনায় ছিলেন বেনাপোল ডিগ্রী কলেজের ৩য় বর্ষের ছাত্র সোহেল চৌধুরী। সার্বিক সঞ্চালনায় ছিলেন সাইদুর রহমান সাঈদ।