নাটোরে কারাবন্দীদের মাদক বিরোধী শপথ গ্রহন

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৫ পিএম, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯ | ৫১৩

নাটোর জেলা কারাগারের নয়শ’ কারাবন্দী মাদকবিরোধী শপথ নিয়েছে। বুধবার কারাগারে আয়োজিত মাদক বিরোধী সমাবেশে তাদেরকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ।

জেলা কারাগারে মাদক অপরাধ ও অন্যান্য অপরাধ সম্পর্কিত কারাবন্দীদের মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বলেন, মাদক জীবন থেকে জীবন কেড়ে নেয়। তাই মাদক থেকে দূরে থেকে সুস্থ্য-স্বাভাবিক জীবন যাপন করতে হবে।

মাদক ব্যবহার থেকে নিজে দূরে থাকবো, অন্যদের উদ্বুদ্ধ করবো। পরে জেলা প্রশাসক অতিথিবৃন্দ সহযোগে মাদকের অপব্যবহার রোধ করতে কারাবন্দীদের শপথ বাক্য পাঠ করান।

জেল সুপার আব্দুল বারেক এর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, সিভিল সার্জন ডাঃ আজিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ জাফরুল্লাহ কাজল ও সহকারী পরিচালক আলমগীর হোসেন, জেলা সমাজ সেবা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবুল কালাম আজাদ।