কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চার প্রশাসনিক পদে নিয়োগ

কুবি প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯ | ৫০৪
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক ও তিন হলের আবাসিক শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।
 
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আবু তাহের স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য পাওয়া যায়।
 
চার প্রশাসনিক পদে নিয়োগ প্রাপ্তরা হলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মাদ মিজানুর রহমান।
 
শহীদ ধীরেন্দনাথ দত্ত হলে আবাসিক শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ফরহাদ হোসেন। কাজী নজরুল ইসলাম হলে আবাসিক শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন ফার্মেসী বিভাগের প্রভাষক জয় চন্দ্র রাজবংশী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে আবাসিক শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক মোহাম্মদ মশিউর রহমান।
 
অফিস আদেশ সূত্রে অনুযায়ী গবেষণা সম্প্রসারণ দপ্তরের পরিচালক এক বছর এ পদে দায়িত্ব পালন করবেন। আবাসিক শিক্ষকের পদে নিয়োগপ্রাপ্তরা আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।