মির্জাপুরের গেড়ামারা উচ্চ বিদ্যালয়
জেএসসি পরীক্ষার প্রবেশপত্র নিতে টাকা লাগে ২শ


টাঙ্গাইলের মির্জাপুরে গেড়ামারা গোহাইলবাড়ি সবুজ সেনা উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষার প্রবেশপত্র বাবদ প্রত্যেক পরীক্ষার্থীদের নিকট থেকে ২০০ টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে শিক্ষার্থী অভিভাবক এবং স্থানীয়দের ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, ওই বিদ্যালয় থেকে এবছর ২৮৬ জন ছাত্রছাত্রী জেএসসি পরীক্ষায় অংশ নিবে। আগামী ২ নভেম্বর থেকে শুরু হচ্ছে এই পরীক্ষা।এখন শিক্ষার্থীদের মধ্যে প্রবেশপত্র বিতরন চলছে। এই প্রবেশপত্র পেতে প্রত্যেক শিক্ষার্থীকে গুনতে হচ্ছে ২০০ টাকা। এই ২০০ টাকা বিদ্যালয় কর্তৃপক্ষ কোন প্রকার রশিদ ছাড়াই আদায় করছে বলে জানা গেছে। কেন টাকা নেওয়া হচ্ছে এর কোন ব্যাখ্যাও নেই বিদ্যালয় কর্তৃপক্ষের।
ওই বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী বিজয় ঘোষ জানান, পরীক্ষার প্রবেশপত্র নিতে তার নিকট থেকে ২০০ টাকা নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
একই কথা জানান ওই বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী জনি আহমেদ, শাহেদ ও কাউসার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেনের নিকট এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন এটা ভুয়া খবর, এর কোন ভিত্তি নেই বলে মোবাইল ফোনের লাইন কেটে দেন।
এব্যাপারে মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ বলেন, বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিক খোজ নিলে প্রধান শিক্ষকসহ পরিচালনা পরিষদের সদস্যরা জানান বিদ্যালয়ের কাজের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে কিছু টাকা নেওয়া হয়েছে। প্রবেশপত্র বাবদ পরীক্ষার্থীদের নিকট থেকে কোন টাকা নেওয়া হলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি উল্লেখ করেন।
মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মালেক বলেন, বিষয়টি তিনি জানতে পেরে মাধ্যমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দিয়েছেন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।