ঘাটাইলে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্নাঢ্য র্যালী অনুষ্ঠিত


পুলিশই জনতা, জনতাই পুলিশ-এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঘাটাইলে পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে। এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঘাটাইল থানা পুলিশের আয়োজনে বর্নাঢ্য র্যালী ও শোভাযাত্রা বের করা হয়।
র্যালিটি ঘাটাইল থানা প্রাঙ্গন থেকে বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। এতে উপস্থিত ছিলেন, ঘাটাইল আসনের সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম, ঘাটাইল থানা অফিসার ইন চার্জ মো: মাকছুদুল আলম, পৌরমেয়র শহীদুজ্জামান খান,ঘাটাইল সরকারী গণ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আজহারুল ইসলাম, কমিউনিটি পুলিশিং উপজেলা শাখার সভাপতি ওয়াহিদ শরীফ সিদ্দিকী সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (বিদ্যুত),ঘাটাইল প্রেসক্লাব সভাপতি মো.নজরুল ইসলাম পুলিশিং কমিটির সদস্য যুগান্তর সাংবাদিক খান ফজলুর রহমান সহ ঘাটাইল থানা পুলিশ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কমিউনিটি পুলিশিং সদস্য এবং স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনি পেশার লোকজন অংশ গ্রহন করেন।