মির্জাপুরে ১০টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হল

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০১:১৪ পিএম, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯ | ১৯০১

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দশটি শিক্ষা প্রতিষ্ঠান এপিওভুক্ত হয়েছে। এ উপলক্ষে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে আনন্দের জোয়ার বইছে। সেইসাথে ওইসব শিক্ষা প্রতিষ্ঠান গুলির সাথে সংশ্লিষ্ঠরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সাংসদ মো. একাব্বর হোসেনকে অভিনন্দন জানিয়েছে।

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলির মধ্যে রয়েছে উপজেলা সদরের পুষ্টকামুরী গ্রামে অবস্থিত আলহাজ শফি উদ্দিন মিঞা এ্যান্ড একাব্বর হোসেন টেকনিক্যাল স্কুল ও কলেজ, গোড়াই ইউনিয়নের রাজাবাড়ি কলেজ, জামুর্কী ইউনিয়নের ড. আয়শা রাজিয়া খোন্দকার স্কুল, মহেড়া ইউনিয়নে ছাওয়ালী ভাতকুড়া বালিকা উচ্চ বিদ্যালয়, হিলড়া আদাবাড়ি মোকসেদ আলী উচ্চ বিদ্যালয, ভাতকুড়া গ্রাম বাংলা বিজনেস স্কুল এ্যান্ড কলেজ, উয়ার্শী ইউনিয়নে বন্দে কাওয়ালজানী খাদেম আলী উচ্চ বিদ্যালয়, মজদই উচ্চ বিদ্যালয় ও সিয়াম একাডেমি এবং বাশতৈল ইউনিয়নের গায়রাবেতিল উচ্চ বিদ্যালয়।

গত বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে দেশের ২ হাজার ৭৩০ টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত ঘোষনা করেন।

আলহাজ শফি উদ্দিন মিঞা এ্যান্ড একাব্বর হোসেন টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান বলেন এমপিওভুক্ত না হওয়ায় দীর্ঘদিন যাবত প্রতিষ্ঠানটির শিক্ষক কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছিল। স্থানীয় সাংসদ মো. একাব্বর হোসেনের প্রচেষ্টা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনায় সেই অবস্থার অবসান হল।

রাজাবাড়ি কলেজের অধ্যক্ষ মফিজুর রহমান বলেন আমাদের দীর্ঘদিনের প্রতিক্ষার অবসান হল। তিনি তার কলেজের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সাংসদ মো. একাব্বর হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ বলেন শিক্ষা প্রতিষ্ঠানগুলি এমপিওভুক্ত হয়েছে। এখন ভাল ফলাফলের মাধ্যমে তা পূর্ণতা পাবে। এজন্য তিনি প্রতিষ্ঠানগুলির শিক্ষার্থী, শিক্ষক এবং এর সাথে সংশ্লিণষ্ঠ সকলের সহযোগীতা কামনা করেন।