এসএকে কনঞ্জুমারস্ এর কনফারেন্স অনুষ্ঠিত


মোঃ সামছুল আলম খান কনঞ্জুমারস্ (এসএকে) এর কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
আজ (শুক্রবার) সকাল ৮ টায় জামালপুর পাবলিক লাইব্রেরীতে এ অনুষ্ঠান শুরু হয়। সারাদিন ব্যাপী নানা রকম উৎসব মুখর পরিবেশে আমন্ত্রিত অতিথি বৃন্দ ও কোম্পানীর সকল কর্মকতা ও কর্মচারী অনুষ্ঠানটি উপভোগ করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ সামছুল আলম খান কনঞ্জুমারস্ (এসএকে) ম্যানেজিং ডাইক্টেটর মোঃ আসাদ্দুজামান খান প্রিন্স। এসময় তিনি কোম্পানীর ভবিষৎত পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং কোম্পানীর সকল কর্মকতা ও কর্মচারী প্রশ্নের হাস্যউজ্জল ভাবে খোলামেলা জবাব দেন ।
এসময় তিনি এসএকে কনঞ্জুমারস্ উৎপাদিত পণ্যের গুনগত মান তুলে ধরেন ।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ডাইক্টেটর অব ফিন্যান্স (এসএকে), ও আলোকিত প্রজন্মর সম্পাদক মোঃ পারভেজ হাসান,মোঃ সোহেল রানা জেনারেল ম্যানেজার (এসএকে)।
মোঃ জাহাঙ্গীর আলম শিপন এর সভাপত্বিতে ও মোঃ মনিরুজ্জামান মনির এর সঞ্চালানে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীফুল ইসলাম, আব্দুল হাকিম, সিরাজুল ইসলাম আজাদ,আবু জাফর টিটু,শাহিনুর রহমান,আব্দুল হান্নান,আসরাফুল ইসলাম, সুমন চৌধুরী প্রমুখ।