যশোরে শ্রেষ্ট পুলিশ অফিসার মিরাজ


যশোরের বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক মিরাজুল ইসলাম মিরাজ যশোর জেলার শ্রেষ্ট পুলিশ অফিসার নির্বাচিত হলেন।
পুলিশ তদন্ত কেন্দ্র ক্যাটাগরীতে জেলার ৯টি থানা, ৩০টি ক্যাম্প, ফাঁড়ি তদন্ত কেন্দ্রের মধ্যে তিনি এই গৌরব অর্জন করেন।
সোমবার যশোর পুলিশ সুপার কার্যলয়ে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠনে পুলিশ সুপার মঈনুল হক পিপিএম বিপিএম তার হাতে এ সম্মাননা ক্রেষ্ট তুলে দেন। এ সময় ৯টি থানার ওসি সহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি এইচ এস সি পাশের পর ২০০৭ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন। পুলিশে কর্মরত থেকে ডিগ্রি ও মাস্টার্স শেষ করে বর্তমানে এলএলবিতে অধ্যয়ানরত আছেন।
এএসআই মিরাজ বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার কুঠিবাড়ী গ্রামের ইউনুচ আলীর ছেলে। এদিকে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের চৌকস অফিসার এএসআই মিরাজ জেলার শ্রেষ্ট অফিসার নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের সহ সকল সাংবাদিকগণ।