ভূঞাপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

মামুন সরকার, ভূঞাপুর
প্রকাশিত: ০১:৪০ পিএম, রোববার, ১৩ অক্টোবর ২০১৯ | ৪৬৯

“নিয়ম মেনে অবকাঠামো গড়ি জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি” এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের  ভূঞাপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। রোববার দিবসটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন।

কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, ভূমিকম্প ও অগ্নিকান্ড সচেতনতামূলক মহড়া এবং আলোচনা সভা। এরআগে একটি র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। .

উপজেলা নির্বাহী অফিসার মোছা: নাসরীন পারভীন এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেয়, সহকারী কমিশনার (ভূমি) আসলাম হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমান অর্জুনা ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা, গাবসারা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান, অলোয়া ইউপি চেয়ারম্যান রহিজ উদ্দিন আকন্দ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভারপ্রাপ্ত স্টেশন অফিসার একাব্বর আলী, লিডার মহিদুর রহমান প্রমুখ।