টাঙ্গাইলে বড়রিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন


টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের বড়রিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।
আজ ১০ অক্টোবর বৃহস্প্রতিবার সকালে এ ভবনের শুভ উদ্বোধন করা হয়।
এ ভবনের শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের সাংসদ আলহাজ¦ মোঃ ছানোয়ার হোসেন।
পরে তিনি বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে টিচার্স ফাউন্ডেশন এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনায় অংশগ্রহন করেন এবং ছাত্রছাত্রীদের মাঝে বিনামূল্যে টিফিন বক্স ও শিক্ষা উপকরণ বিতারণ করেন।
এসময় আরোও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ শাহ্জাহান আনছারী, ভাইস-চেয়ারম্যান ও অনলাইন নিউজ পোর্টাল আলোকিতপ্রজন্ম.কম এর উপদেষ্টা নাজমুল হুদা নবীন,ঘারিন্দা ইউনিয়নের চেয়ারম্যান রুহুল আমিন খোকন প্রমুখ।