অস্ত্রসহ ঢাবি ছাত্রলীগের দুই নেতা আটক

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৫ এএম, বুধবার, ৯ অক্টোবর ২০১৯ | ৬০২

অস্ত্র ঠেকিয়ে সাধারণ শিক্ষার্থীকে হুমকি দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক দুই নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি।

রাত পৌনে ৮টার দিকে হাজী মোহাম্মদ মুহসীন হল থেকে একটি পিস্তল, দুটি চাইনিজ কুড়াল, তিনটি বটি, ফেনসিডিলের বোতল ও ইয়াবাসহ দুইজনকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী।

একই সঙ্গে হাসিবুর রহমান তুষার ও আবু বকর আলীফকে হল থেকে বহিস্কার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে।অস্ত্র ও মাদক আইনে মামলা হবে।

আটক দুজন হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক উপ-ক্রীড়াবিষয়ক সম্পাদক হাসিবুর রহমান তুষার এবং মহসীন হল ছাত্রলীগের নেতা আবু বকর আলিফ। আরও একজনকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন প্রক্টর গোলাম রাব্বানী।

আটক দুই ছাত্রলীগ নেতা হাজী মুহম্মদ মুহসীন হলের ১২১ নম্বর রুমে থাকতেন।