বাসাইলে এক মাদক কারবারির কারাদণ্ড

বাসাইল(টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৩৩ পিএম, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯ | ৪০৩

টাঙ্গাইলের বাসাইলে এক মাদক কারবারির এক বছরের কারাদণ্ড ও তিন জুয়ারিকে জরিমানা করা হয়েছে। সাজাপ্রাপ্তের নাম আকাশ মিয়া (২২)। 

শুক্রবার (৪ অক্টোরব) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুন নাহার স্বপ্না এই দণ্ড দেন। এছাড়াও তিন জুয়ারিকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।

আকাশ উপজেলার হাবলা ইউনিয়নের মটরা গ্রামের মৃত ফালু মিয়ার ছেলে। অর্থদণ্ড প্রাপ্তরা হলো- উপজেলার কাঞ্চনপুর এলাকার কবির হোসেনের ছেলে দিদারুল (২৬), এসআরপাড়ার তোফান আলীর ছেলে রুবেল (২৫) ও বালিনা গ্রামের জামাল হোসেনের ছেলে হুমায়ন কবির (২৫)। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুন নাহার স্বপ্না বলেন, ‘শুক্রবার সকালে বাসাইল থানা পুলিশ এক মাদক কারবারি ও তিন জুয়ারিকে আটক করে। পরে দুপুরের দিকে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এদের মধ্যে মাদক কারবারিকে এক বছরের কারাদণ্ড ও তিন জুয়ারিকে জরিমানা করা হয়েছে।’