টাঙ্গাইলে জুয়েল রানা নামের এক যুবকের মৃত্যুদন্ডাদেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭ | ৬৯৫

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শামীম (২০) নামের এক যুবককে হত্যা ও মোটর সাইকেল গুম করার ঘটনায় দায়ের করা মামলায় জুয়েল রানা (২৫) নামের এক যুবককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড দেয়ার রায় দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বেলা ৩টায় টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতে বিচারক রবিউল হাসান এ রায় দেন।

এ প্রসঙ্গে টাঙ্গাইল আদালত পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) আনোয়ারুল ইসলাম জানান, ২০১৫ সালে ১৫ ডিসেম্বর কালিহাতী উপজেলার একটি মোটর সাইকেল চালক শামীমকে হত্যা ও মোটর সাইকেল গুম করার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় জুয়েল রানা (২৫) নামের এক যুবককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড দেয়ার আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ রবিউল হাসান।

এ মামলায় থাকা অপর দুই আসামী জাকির ও গিয়াসকে খালাস দেয়া হয়েছে বলেও জানান তিনি। এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পিপি আলমগীর খান মেনু আর তাকে সহায়তা করেন এপিপি মনিরুজ্জামান সেলিম। এছাড়াও আসামী পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট তাইজুল ইসলাম।