ঘাটাইলে ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫০ পিএম, বুধবার, ২ অক্টোবর ২০১৯ | ৪৩১
টাঙ্গাইলের ঘাটাইলে ঝগড়া থামাতে গিয়ে আব্দুস সোবহান (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 
 
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় উপজেলার ঘাটাইল ইউনিয়নের কান্দুলিয়া উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 
 
ঘাটাইল থানা পুলিশ ও নিহতের পরিবার জানায়, উপজেলার কান্দুলিয়া উত্তরপাড়া গ্রামের  হায়দার, সোলেমান, হাবিব গংরা কাঠ ব্যবসায়ীর কাছে বাড়ির কিছু গাছ বিক্রি করে। প্রতিবেশী ছাত্তার কাঠ ব্যবসায়ীদের কাছ থেকে কিছু লাকড়ি ক্রয় করে। ক্রয়কৃত লাকড়ি আনতে গেলে ছাত্তার ও হায়দারদের মধ্যে ঝগড়া বাধে। এতে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। ছাত্তারের ভাই সোবহান মারামারি ফেরাতে গেলে তারা তাকেও মারধর করে। মারামারির এক পর্যায়ে ঘটনাস্থলেই সোবহান জ্ঞান হারায়। তাকে দ্রুত ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 
 
এ ব্যাপারে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এনামুল হক চৌধুরী বৃদ্ধের মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হবে। ময়না তদন্তের রির্পোট ছাড়া কিছু বলা যাচ্ছে না।