জমে উঠেছে রংপুর-৩ আসনের উপ-নির্বাচন

লড়াই হবে দুই ভাইয়ের

এম হামিদুর রহমান লিমন, রংপুর
প্রকাশিত: ১২:১০ পিএম, রোববার, ২৯ সেপ্টেম্বর ২০১৯ | ৯৪৬

আসন্ন রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হুসেইন মুহম্মদ এরশাদের পুত্র রাহগীর আল মাহি সাদ বাবার আসন ধরে রাখতে  মরিয়া । জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী রাহগীর আল মাহি সাদ এরশাদ।

বাবার মৃত্যর পর পারিবারিকভাবে রাজনীতিতে আসা রাহগীর আল মাহি সাদ এরশাদের বিশ্বাস রংপুরের মানুষ এরশাদকে যেমন ভালবেসে ভোট দিয়ে বার বার নির্বাচিত করেছেন, তাকেও তেমনি ভোটাররা  ভালবাসে ভোট দিয়ে নির্বাচিত করবে।

উপ-নির্বাচন নিয়ে জাতীয় পার্টি থেকে মনোনীত প্রার্থী রাহগীর আল মাহি সাদ এরশাদ জানান, আমি নির্বাচিত হলে আমার বাবার অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করবো। আমি আমার বাবার মত মানুষের পাশে দাঁড়াতে চাই, মানুষের সেবা করতে চাই।

অন্যদিকে এরশাদের ছোট ভাইয়ের ছেলে, সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে শাহরিয়ার আসিফও সাড়া পাচ্ছেন। স্থানীয় প্রার্থী হওয়াতে তার প্রতি সাধারণ মানুষের কদর বেড়েছে। এতে দুই ভাইয়ের ভোটযুদ্ধে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। সাধারণ মানুষের আলোচনায় তৈরি হচ্ছে নানা কৌতূহল। তবে শেষ পর্যন্ত কে জিতবে, তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ।

যদিও ভোটগ্রহণের এখনো বাকি ৭ দিন। প্রতীক বরাদ্দের পর থেকে জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করে যাচ্ছেন সাদ এরশাদ। অন্যদিকে এখনো দলবলসহ ধানের শীষের প্রার্থী রিটা রহমানের সঙ্গে দেখা মিলছে না বিএনপির স্থানীয় নেতাকর্মীদের।

দীর্ঘদিন পর আওয়ামী লীগ রংপুর-৩ আসনে প্রার্থী মনোনয়ন দিলেও শেষ পর্যন্ত কেন্দ্রের নির্দেশে নির্বাচন থেকে সরে যাওয়ায় মনোবল ভেঙেছে দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে। এখন এই বড় তিন দলের নেতাকর্মীরা স্থানীয় প্রার্থী না পাওয়ায় মনে এক ধরনের ক্ষোভ পুষছেন। এই পরিস্থিতিতে অন্যদের মান অভিমান আর ক্ষোভকে পুঁজি করে ফুরফুরে মেজাজ নিয়ে ভোটারদের কাছে ছুটছেন স্বতন্ত্র প্রার্থী শাহরিয়ার আসিফ।

শেষ পর্যন্ত যদি অভিমান ভেঙে জাতীয় পার্টির সবাই সাদ এরশাদের পক্ষে না আসে, আর বিএনপির স্থানীয় নেতারাও থাকে রিটা রহমান বিমুখ, সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরাও তাদের নিজস্ব প্রার্থী না থাকায় কৌশলগত কারণে আসিফের পক্ষ নেন, তাহলে সাধারণ ভোটারসহ তিন দলের ক্ষোভের ভোটে এরশাদবিহীন রংপুরে ঘটতে পারে প্রথম পরাজয়।