মির্জাপুরে মোবাইল-শাড়ী কাপড়ের দোকানে চুরি
টাঙ্গাইলের মির্জাপুরের হাটুভাঙা বাজারের আল ইসলামিয়া ট্রেডার্স নামে একটি মোবাইল ও শাড়ী কাপড়ের দোকানে চুরির ঘটনা ঘটেছে।
বুধবার রাতে এ চুরির ঘটনা ঘটে। চোরের দল দোকানের তালা ভেঙে ৫টি অ্যান্ডুয়েট মোবাইল সেট ও শাড়ী কাপড়সহ প্রায় অর্ধলক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
জানা গেছে, দোকান মালিক আব্দুস সামাদ প্রতিদিনের ন্যায় ব্যবসা শেষে রাতে দোকানঘরে তালা দিয়ে বাড়ি যান। বুধবার সকালে কর্মচারী জসিম দোকান খুলতে এসে চুরির ঘটনা দেখতে পান।
বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) সাইফুল ইসলাম অভিযোগ পাওয়ার কথা জানিয়ে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চুরি যাওয়া মালামাল উদ্ধারে চেষ্টা চলছে বলে তিনি জানান।
