বৃষ্টির পানির স্রোতে

গ্রাম বাংলার যুবক থেকে বৃদ্ধদের মাঝে মাছ ধরার আমেজ

এম হামিদুর রহমান লিমন, রংপুর
প্রকাশিত: ১১:০০ এএম, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯ | ৬৬২
প্রত্যান্ত অঞ্চলের গ্রাম গঞ্জে একটু বৃষ্টি হলেই গ্রমের বৃদ্ধ থেকে শুরু করে যুবক সহ কম বয়সের শিশুরাও ছুটে যায় মাছ ধরতে পুলের মুখে, পানির স্রোতে সহ জমিতে মাছ ধরতে।  হরেক রকম জাল দিয়ে ধরে মাছ।
 
আর সেই মাছ ধরা দেখতে ভীর জমায় গ্রামের অন্য লোকেরা। কেউ মাছ ধরে আনন্দ করে আর কেউবা মাছ ধরা দেখে।
 
নুর ইসলাম (৬৫) এই বৃদ্ধ জানান, আমি ছোট থেকে অতিরিক্ত বৃষ্টি হলে মাছ ধরতে যেতাম পানির স্রোতে। ছিটাজাল, ফাসিজাল, টেংঙ্গা জাল সহ জানান জাল নিয়ে যেতাম মাছ মারতে। এখন বয়স হলেও সেই অভ্যাসটা বা নেশাটা ছাড়তে পারি নাই বলে দাবি করেন এই বৃদ্ধ।
 
তবে শুধু নুর ইসলাম নয় আরো অনেক বৃদ্ধকে দেখা গেছে মাছ মারতে। বৃদ্ধতের পাশা পাশি ৬ থেকে ৭ বছরের শিশু থেকে শুরুকরে যুবকদের দেখা গেছে জাল হাতে মাছ ধরতে।