সদর থানার ওসি সাজেদুলের প্রতি সাধারণ মানুষের বেড়েছে আস্থা

এম হামিদুর রহমান লিমন
প্রকাশিত: ০১:৩৮ পিএম, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯ | ১১৩৫

রংপুর সদর থানায় ওসি সাজেদুলের প্রতি সাধারণ মানুষের আস্থা দিন দিন বেড়েই চলেছে । যেখানে ঠুনকো ঘটনায় গ্রামের সহজ-সরল মানুষ স্থানীয় টাউট বাটপারদের প্ররোচনায় অভিযোগ দিতে থানায় হুমড়ি খেয়ে পড়ে, সেখানে রংপুর সদর থানায় দৃশ্যপট ভিন্ন। বাদী-বিবাদীর আনিত অভিযোগ মামলায় রুপান্তর না করে থানায় বসেই আপোস মীমাংসার নজীর সৃষ্টি করে
চলেছেন ওসি সাজেদুল।

আর এ মহতী উদ্যোগের সুফল হিসেবে গ্রামের সাধারণ মানুষ আর্থিক ক্ষয়ক্ষতিসহ দীর্ঘ মেয়াদী মামলা-মোকাদ্দমা হয়রানি থেকে পরিত্রাণ পাচ্ছেন । মানবহিতৈষী ওসি’র নিঃস্বার্থ এই ভূমিকায় থানা এলাকাজুড়ে শান্তি- শৃঙ্খলার সুবাতাস বইছে । আইন ও আইনের রক্ষকদের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস বেড়েছে।

সরজমিন সদর উপজেলার ৫টি ইউনিয়ন ঘুরে গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও গরীব-দু:খী মানুষের সাথে কথা বলে জানা যায়, সামান্যতম ঘটনার কারণে আমরা গ্রামের লোকজন মামলা নিয়ে থানায় দারস্ত হতাম। সেই পরিস্থিতি এখন আর নেই, বলতে গেলে সদর থানায় সব ধরনের মামলাই কমে গেছে ।

এজন্য ৫ ইউনিয়নবাসীর পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান, প্রবীণ শিক্ষক, সমাজসেবক ও ব্যবসায়ী সমাজ ওসি সাজেদুল ইসলামের ভুয়শী প্রশংসা করে তার দীর্ঘায়ু কামনা করেছেন ।